২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নয়ন তারার ঘরে তালা

নয়ন তারার ঘরে তালা - ছবি : নয়া দিগন্ত

জমি লিখে না দেয়ায় মাকে ঘর থেকে বের করে ঘরে তালা দেয় একমাত্র ছেলে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে। হতভাগ্য মা নয়ন তারা সেন এখন মানুষের বাড়িতে বাড়িতে রাত কাটাচ্ছেন। শনিবার দুপুরে জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের উপস্থিতিতে ঘরে উঠতে পেরেছেন মা।

জানা গেছে, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের ভবেন্দ্রনাথ সেন একজন ভূসম্পত্তির মালিক। তার এক ছেলে সুমন সেন। আর দুই মেয়ে। ছেলে ও মেয়েদের বিয়ে দিয়েছেন। তিনি মৃত্যুর আগে স্ত্রী নয়ন তারা সেনের নামে তিন পাখি জমি রেজিষ্ট্রি করে দিয়ে যান। কিন্তু ছেলে সুমন সেন তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করায় তাকে মৃত্যুর আগ পর্যন্ত মেনে নিতে পারেননি ভবেন্দ্রনাথ সেন। সুমন সেন পাংশায় একটি ওষুধ কোম্পানিতে চাকরির পাশাপাশি পাংশাতেই থাকেন। মায়ের নামে থাকা জমি তার নামে লিখে দেয়ার জন্য এবং মাকে পাংশায় নিয়ে যেতে ব্যর্থ হয়ে গত সোমবার এই জঘন্য কাণ্ড করেন তিনি। মাকে ঘরের বাইরে রেখে তালা দিয়ে চলে যান।

নয়ন তারা সেন (৬৫) বলেন, আমার স্বামীর এখনো কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে। দুই মেয়ে বিয়ে হয়েছে। একমাত্র ছেলে ওষুধ কোম্পানিতে চাকরি করায় স্ত্রীকে নিয়ে পাংশায় থাকে। স্বামীর মৃত্যুর পর সব জমাজমি খাজনা দিয়ে অর্থ নিয়ে গেলেও আমাকে খাবার দেয় না। উল্টো আমার নামের জমি তাকে লিখে দেয়াসহ আমার দুই মেয়ের সাথে আমি যাতে যোগাযোগ না রাখি তার জন্য চাপ সৃষ্টি করে। আমাকে পাংশায় বাসায় নিয়ে যেতে চাইলে আমি দুই দিন পর যেতে চাই। তা সত্বেও গত সোমবার আমাকে ও মালামাল বাইরে রেখে ঘরে তালা মেরে চলে যায়। শনিবার দুপুরে জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস এসে ঘরের তালা খুলে আমাকে ঘরে তুলে দিয়েছেন।

প্রতিবেশী ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমি ঘরের তালা খুলে দিয়ে তাকে থাকার ব্যবস্থা করেছি। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে পারে তার খোঁজ খবর রাখবো।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল