২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফিরেছেন ৩৬ প্রবাসী

গাজীপুরে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফিরেছেন ৩৬ প্রবাসী - নয়া দিগন্ত

কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়ে ১৬ দিন পর বাড়ি ফিরেছেন নারী ও শিশুসহ ইতালী ফেরত ৩৬ জন প্রবাসী। সোমবার দুপুরে তারা গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মুক্ত হয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এছাড়াও আগামী ১ এপ্রিল কাপাসিয়ার পাবুর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা অপর ৭ জনকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

তিনি জানান, গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ইতালী ফেরত নারী ও শিশুসহ ৩৬ জন প্রবাসীকে ছাড়পত্র দিয়ে সোমবার বেলা সোয়া ১১ টার দিকে তাদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। তারা এ হাসপাতালে ১৬দিন কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণে এ ৩৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় নি। তাই তাদেরকে ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়া হয়। এদের মধ্যে নারী ও শিশুসহ মিরপুরের রূপনগর এলাকার এক পরিবারের ৬সদস্য রয়েছেন। এখান থেকে এলাকায় গিয়ে তারা যাতে কোন হয়রানীর শিকার না হন সেজন্য গাজীপুরের এ কোয়ারেন্টাইন কেন্দ্র ত্যাগের পূর্বে সিভিল সার্জনের ছাড়পত্র ছাড়াও পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। এখন থেকে তারা বাড়ি গিয়ে সরকারের নির্দেশ অনুযায়ী চলাফিরা করবেন। দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফেরার এটিই প্রথম ঘটনা।

মেঘডুবির ওই হাসপাতালের ইনচার্জ ডা. জামাল উদ্দিন জানান, সোমবার সকালেই কোয়ারেন্টাইনে থাকা ছাড়পত্র দেওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে ওই কেন্দ্র ত্যাগ করতে শুরু করেন। হাসপাতালের গেইটে তাদের স্বজনরা অপেক্ষা করছিলেন। এসময় গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, জিএমপি’র গাছা জোনের সহকারী কমিশনার আশরাফ উল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোয়ারেন্টাইন কেন্দ্র ত্যাগকালে ইতালী ফেরত মিরপুরের রূপনগর এলাকার মতিন বেপারী জানান, গত ১৪ মার্চ স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ইতালী থেকে ঢাকা বিমান বন্দরে আসেন। সেখান থেকে অন্যদের সঙ্গে পরিবারের সবাইকে এ কেন্দ্রে আনা হয়। এখানে কোয়ারেন্টাইনে থেকে করোনাভাইরাস না থাকার নিশ্চয়তা পেয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন। এটি সরকারের একটি ভাল উদ্যোগ। এজন্য আমরা বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ।

জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ইতালী ফেরত ৪৪জন বাংলাদেশী প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর হযরত শাহজালাল আন্তঃর্জাতিক বিমান বন্দর থেকে গত ১৪ মার্চ মধ্যরাতে গাজীপুরের পূবাইল এলাকার মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়। কিন্তু এদের মধ্যে ৮জনের দেহে অস্বাভাবিক তাপমাত্রা থাকায় তাদেরকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য দু’দফায় (১৫ মার্চ ৪জন ও ১৬ মার্চ ৪জন) রাজধানী উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে অধিকতর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় ওই ৮জনের মধ্যে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় আইসোলেশনে রেখে অপর ৭জনকে পুনঃরায় কোয়ারেন্টাইনের জন্য ১৮মার্চ ঢাকা থেকে গাজীপুরে কাপাসিয়ার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়।
কোয়ারেন্টাইনের মেয়াদপূর্ণ হওয়ার পর আগামী ১ এপ্রিল তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। পাবুরের এ কেন্দ্রে ওই ৭জন ছাড়াও পরবর্তীতে আসা আরো ২জন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এ দু’জনের কোয়ারেন্টাইনের মেয়াদ পূর্ণ হলে পরবর্তীতে তাদেরকেও ছাড়পত্র দেওয়া হবে। এছাড়াও গাজীপুর কারাগারে একজন কোয়ারেন্টাইনে রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হবে। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের নিয়মিত খাবার, ফল ও স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, এখন পর্যন্ত জেলার কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায় নি। তবে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সোমবার পর্যন্ত জেলায় বিদেশ ফেরত সর্বশেষ ৪৪১ জনসহ মোট এক হাজার ৮৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ১১জনকে বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইনে (আইসোলেশনে ১জনসহ) রাখা হয়। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ৮৯০জনকে ছাড়পত্র দেওয়া হয়।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল