০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, সড়ক অবরোধ

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, সড়ক অবরোধ - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় সোমবার সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে কাভার্ডভানের চাপায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক জামাল হোসেন (৪৮) ও অজ্ঞাত যাত্রী (৪০)। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক মুক্তারপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালক জামাল মারা যান। আর অজ্ঞাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি। কাভার্ডভ্যানের ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক কাভার্ডভ্যানটি ভাংচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ করে। এসময় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ হওয়ায় দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পাশাপাশি এই রুটে চলাচলরত সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দু'ঘণ্টা পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement
রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই

সকল