১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


গাজীপুরের ডিসিকে নিরপেক্ষ হওয়ার জন্য হুমকি

নাম ঠিকানা বিহীন একটি চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে গাজীপুরের ডিসিকে। - ছবি: নয়া দিগন্ত

নির্বাচনের আগে দেশের বেশকিছু জেলার সরকারি কর্মকর্তা বিশেষ করে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তাদেরকে বেনামি চিঠি দিয়ে হুমকি দেয়া হয়।

শনিবার গাজীপুরের ডিসিকে নাম ঠিকানা বিহীন একটি চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। ওই বেনামী চিঠিটি ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে হস্তগত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, চিঠিতে তিনি, তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠিতে একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমান করুন। অন্যথায় এ্যাকশন।’

চিঠিতে জনাব সম্বোধন করে বলা হয় আপনি আমাদের ছালাম গ্রহণ করুন। আশা করি ভাল থাকবেন। এরপর লেখা হয় আপনারা হয়ত: সব খবর রাখেন না? নির্বা: আগে পরে কিছু তো হবে। কেউ বসে নাই তাই আপনার প্রতি অনুরোধ আগামী ৩ দিনের মধ্যে ১০০% নিরপেক্ষ হয়ে যান। হতে হবে। অন্যথায় অ্যাকশন:-

চিঠিতে আরো লেখা হয় আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর হচ্ছে আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০% নিরপেক্ষতা প্রমাণ করুণ। অন্যথায় অ্যাকশন।


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’ মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : বাহাউদ্দিন নাছিম

সকল