১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নরসিংদী-২ : দলীয় প্রার্থীকে প্রত্যাখান, মহাজোটের প্রার্থীকে সমর্থন জাপার একাংশের

দলীয় প্রার্থীকে প্রত্যাখান করে মহাজোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করছে জাপার একাংশের - ছবি - নয়া দিগন্ত

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় পার্টির আজম খানকে প্রত্যাখান করে মহাজোটের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টির একাংশ। আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জয়ের নেতৃত্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমর্থন দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতারা জানান, নিজ দলের প্রার্থী আজম খান তৃণমূলের কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখছেন না। এ অবস্থায় তৃণমূল জাতীয় পার্টি ও এর অঙ্গ সংঙ্গঠনের নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করে মহাজোটের প্রার্থীকে সমর্থন জানায়। আসনটিতে বিগত সময় জাতীয় পার্টি মহাজোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনের কাজ করেছে। এবারও আমরা মহাজোটের প্রার্থীকেই সমর্থন জানাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি ইবনু কবির, জেলা যুবসংহতির প্রচার সম্পাদক আলী আজম, জেলা জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল ভূইয়া, ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির সহ সভাপতি মোমেন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নাজমুল হোসেন,উপজেলা ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মৃধা, ঘোড়াশাল পৌর যুবসংহতির সভাপতি আরিফুল রহমান খান, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, চরসিন্দুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি সোহেল আহম্মেদ, গজারিয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি আলমগীর পাঠান, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ইয়াসিন খান প্রমুখ।


আরো সংবাদ



premium cement