১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


নিখোঁজের ২৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার

নিহত কিশোর মোঃ শাফিন - সংগৃহীত

নিখোঁজের ২৪ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে মোঃ শাফিন (১৪) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি বৃষ্টিধারা আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা ইদ্রিস আলির বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিকেলে ডোবায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হাসপাতালের মর্গে গিয়ে পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে লাশটি শাফিনের বলে শনাক্ত করেন নিহত কিশোরের পিতা দেলোয়ার হোসেন ময়না।

এলাকাবাসী জানায়, বৃষ্টিধারা আবাসিক এলাকার এড. জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দোলোয়ার হোসেন ময়নার কিশোর ছেলে শাফিন গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।। খোঁজাখুজির পর ৩০ সেপ্টেম্বর দেলোয়ার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন।

সেই থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত শাফিনের আর খোঁজ পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার নিহত শাফিনের গলিত লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নিহত শাফিনের বাবা দেলোয়ার জানান, কারো সাথে আমার পূর্ব শত্রুতা নেই। আমি ঢাকার আলুবাজারে একটি সেনেটারী দোকানে চাকরি করি। তবে আমার ছেলে একটু দুষ্টু প্রকৃতির ছিলো। কথা শুনতো না। পড়াশোনায় অমনোযোগী ছিলো বিধায় প্রায় ছয় মাস আগে তার স্কুলের পড়া বন্ধ করে দেই। আমার ছেলেকে কি কেউ হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখেছে কিনা তার রহস্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার টিটু জানান, লাশটি নিখোঁজ শাফিনের বলে নিশ্চিত করেছে তার পিতা দেলোয়ার হোসেন। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।


আরো সংবাদ



premium cement
জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড়ের মৃত্যু রোহিঙ্গাদের বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীতে যুক্ত করছে জান্তা সরকার নাকাবা দিবস : আরো বড় বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার ফরিদপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খোঁজার ওপর মোমেনের গুরুত্বারোপ প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত পণ্য আমদানি করতে পারবে ডোনাল্ড লু-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

সকল