১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ‘পেঁচারকান্দা সেতু’র ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ সেতুটি রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন। - ছবি: নয়া দিগন্ত

অবশেষে ধলেশ্বরীর প্রবল স্রোতে ধসে যাওয়ার কবল থেকে রক্ষা পেল ঘিওরের পেঁচারকান্দা ব্রীজটি। গত ২৪ সেপ্টেম্বর ২০১৮ দৈনিক নয়া দিগন্তে “যে কোন সময় ধ্বসে যেতে পারে ব্রীজ, সংযোগ সড়কেও ভাঙন” শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে ঘিওর উপজেলা প্রশাসনের। উপজেলার বহুল আলোচিত পেঁচারকান্দা বাজার সংলগ্ন এলাকায় সেই সেতুটি ভাঙ্গন রোধে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।

এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো: আলমগীর হোসেন বলেন, আমাদের বালিয়াখোড়ার পেঁচারকান্দা ধলেশ্বরী নদীর উপর এ সেতুটি যে হারে ভাঙ্গন শুরু করে প্রশাসন দ্রুত ভাঙ্গন রোধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ না করলে কিছুদিনের মধ্যে সেতুটি নদী গর্ভে চলে যেত। তিনি কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান, শুকনো মৌসুমে ভাঙ্গন রোধে যেন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

মঙ্গলবার সরেজমিননে দেখা গেছে, ভাঙন ঠেকাতে শ্রমিকরা বাঁশ ও বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরী তরে সংষ্কার কাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা খন্দকার বলেন, আমরা ভাঙনের খবর পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া শুকনো মৌসুমে বিশেষ কোন প্রকল্পের আওতায় ভাঙন ঠেকাতে স্থায়ী বন্দোবস্ত করা হবে।

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপা‌তে ২ জনের মৃত্যু বিশ্বকাপ দলে নেই টি-২০-তে দ্রুততম সেঞ্চুরিয়ান জাতিসঙ্ঘে প্রস্তাব পাস, এখন কি পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিন? দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেয়া হয়েছে শত শত মানুষ নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষ : গায়ক পিয়ালসহ নিহত ২ তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট যুবদলের সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহর দুবাই ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪ ২৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মেঘলার, সন্দেহের তীর প্রতিবেশী জাহাবীর দিকে

সকল