০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মৎস্য কুমার

-

(গত দিনের পর)
নতুন দ্বীপের তরুণ যুবকটি ভাবল, প্রথম চেষ্টা ব্যর্থ হলো তার। গল্প শোনার আগ্রহ জানাতে মেয়েটি তাকে কোনো অনুরোধই করল না। অথচ গল্প শুনতে সবাই ভালোবাসে।
এবার যুবকটি বলে, আমি আমার জীবনের গল্পটিই বলব তোমাকে। আমরা তিন ভাই। একদিন তিন ভাই বনে গেলাম জ্বালানি কাঠ কাটতে। আমার বড় ভাইটি খুবই দক্ষ চিত্রকর। সে একটি গাছের ডাল
কেটে সেই ডালটি খোদাই করে সুন্দর এক পক্ষীর অবয়ব বানিয়ে ফেলে। পাখিটি দেখতে এতটাই নিখুঁত যে একেবারেই জীবন্ত বলে মনে হয়। এই বুঝি পাখিটি উড়ে যাবে, এমনি নিখুঁত পাখি হয়ে উঠল সেটি।
এমন সময় আমার মেঝো ভাই, আমাদেরকে রেখে বনের আরো গহিনে চলে যায়। অনেকক্ষণ পর ফিরে আসে সে অদ্ভুত কিছু বিচিত্র রঙের পাখির পালক নিয়ে। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement