২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ও য়ে ল সে র রূ প ক থা

ক্যারাগোনানের পরীরা

-

(গত দিনের পর)
অনুমতি দিলে আমি তোমাকে সুস্থ করে তুলি? লোকটি সুপ্রসন্ন মনে অনুমতি দেয়। বলে, এমন করে সহযোগিতায় এগিয়ে কেউ আসে না। অনেক কৃতজ্ঞ আমি তোমার কাছে, হে পরীরাণী। (যে যুগের কাহিনী এটি, সে যুগের মানুষ, অশরীরী আত্মা ও পরীরা একে অপরের সাথে কথা বলত। সুখে দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। সে অনেক অনেক যুগ আগের কথা। এখন তো আর সেই যুগ নেই। অশরীরা সরে গেছে। অথবা লুকিয়ে আছে মানুষের কাছ থেকে।)
এবার পরীরাণী তার সহচরীদের নিয়ে বসে পড়ে মন্ত্রবাণী উচ্চারণে। প্রথমে ঘরের মেঝেতে তারা একটি জলচৌকি বসায়। তারপর সেখানে পরীরাণী তার পারফিউমের নীল কৌটাটি রাখে। এবার কৌটার মুখে বসানো সলতেয় আগুন জ্বালিয়ে দেয় সে। মৃদু আলোয় ভরে যায় ঘর। সুগন্ধি আবহে নিঃস্তব্ধ হয় চারদিক। কুপির আলোয় বসে বসে অনেকক্ষণ মন্ত্র পড়ে পরীরাণী। (চলবে)


আরো সংবাদ



premium cement