১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ ফাল্গুন ১৪৩১, ১৮ শাবান ১৪৪৬
`
জার্মান লোককাহিনী

ড্রাগনের দাঁত

-

(গত দিনের পর)

হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বড় ক্ল¬ান্ত হয়ে পড়ে মেষপালক। অবশেষে মখমলের নরম ঘাসের ওপর সে বসে পড়ে। কপালের ঘাম মুছে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনে মনে বলে, পেটের ক্ষুধা আমাকে বড় দুর্বল করে দিয়েছে। ভীষণ ক্ষুধা লেগেছে আমার। কুকুর তিনটি ছাড়া আশপাশে কেউ নেই। তবুও শব্দ করেই সে কথাটি বলে, ‘খুব খিদে পেয়েছে’।
সল্ট বা লবণ নামের কুকুরটিকে দেখে মনে হলো সে যেন মেষপালকের কথাগুলো বুঝতে পারছে। সে লেজ নাড়িয়ে তার নতুন প্রভুর দিকে এগিয়ে এলো। লবণের বড় বড় দুটি চোখ, বুদ্ধিদীপ্ত জ্বলজ্বলে ভাব। যে দেখবে, তারই ভালো লাগবে। আসলে সে তার মনিবকে বুঝাতে চায়, আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এক দৌড়ে লবণ চলে যায় দূওে কোথাও। তারপর হারিয়ে যায়। (চলবে)


আরো সংবাদ



premium cement