০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

কাঠুরিয়া

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বিভিন্ন পেশার মানুষের সাথে পরিচিত। কুমোর, কামার প্রভৃতি পেশার মানুষ রয়েছে আমাদের দেশে। কাঠুরিয়ার কথা কি তোমরা জানো? কাঠকাটা তার পেশা। কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যার পেশা তাকে বলে কাঠুরিয়া। কাঠুরিয়ার অপর নাম কাঠুরে বা কাষ্ঠছেদক। তারা বন বা জঙ্গল থেকে কাঠ কেটে এনে হাটবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অনেক কাঠুরে গৃহস্থের বাড়িতে কামলা হিসেবে কাজও করে। তার মানে তারা গৃহস্থের অধীনে গাছ কাটার কাজ করে। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো। মনে রেখো, কাঠুরিয়ার ইংরেজি ডড়ড়ফপঁঃঃবৎ।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement