২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
-

(গত দিনের পর)
নওকর শুধু কাজের তদারকি করছে, দেখছে আর অবাক হচ্ছে। যেদিকেই তাকায় সে, সবকিছু সুন্দর পরিপাটি।
নওকর ভাবে, পৃথিবীতে কেউ ছিল না তার। আজ তার সব আছে। বিশ্বস্ত স্ত্রী আছে। নোবলম্যানের মতো আপনজন আছে। পাড়া প্রতিবেশীর ভালোবাসা আছে। এমন বিশ্বস্ত, এমন সুন্দর পরিপাটি, এমন সুনিপুণা বধূ থাকলে তার আর কী-ই প্রয়োজন? এই মেয়েটার সাথেই বাকি জীবনটা কাটিয়ে দেয়া যাবে।
দিনগুলো বড় সুখেই কাটতে লাগল নওকরের। এত সুখ, এত শান্তি, এত প্রাপ্তি। নওকর ভাবছে। কী শুভক্ষণেই না বনপথে সেদিন হাঁটতে গিয়েছিল সে। কী শুভক্ষণেই না নাগকন্যা আগলে ধরেছিল পথ। এখন ঘরে সুখ, বাইরেও সুখ।
কালক্রমে দু’বছর পার হলো তাদের। এই নওকর এখন গ্রামের সমৃদ্ধশালী কৃষক। গ্রামের বাইরে তাদের তিনখ- ফসলি জমি। সেসব জমিতে ‘যব’ চাষ করা হয়েছে। মাঠের কাজেও নাগকন্যার জুড়ি নেই। জমিতে যব চাষের সব কাজই যেন সে একাই করেছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement

সকল