২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

-

(গত দিনের পর)
কিভাবে দেখাব দাদি মা? ওই আংটি তো আমার স্বামীর হাতের আঙুলে পরা?
একদিন তুমি কথার ছলে ভুলিয়ে ভালিয়ে আংটিটি তোমার হাতে পরে নেবে। তারপর বলবে, থাক না কয়েকটি দিন আমার হাতে। এমন সুন্দর আংটি পরার শখ করে না আমার? দেখবে, স্বামী যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তখনই আংটিটি খুলে তোমার হাতে পরিয়ে দেবে।
বুড়ির কথা মতো পরদিন ঠিকই রূপের কন্যা স্বামীর নিকট থেকে আংটিটি চেয়ে নেয়। সওদাগরপুত্র নিজেই আংটিটি খুলে তার প্রিয়তমা স্ত্রীর হাতে পরিয়ে দেয়। তারপর বলে, হ্যাঁ, বেশ সুন্দর লাগছে তোমায়। এটি এখন থেকে তোমার হাতেই থাকবে। রূপের কন্যার হাতে রূপের আংটিই শোভা পায়। কেন যে এতদিন এটি আমার হাতে পরে ছিলাম।
সেই দিন সকালে সওদাগরপুত্র ঘুম থেকে উঠে বাইরে চলে যাওয়ার পর রাক্ষুসী বুড়ি গল্প করতে বসে রূপের কন্যার সাথে। রূপের কন্যা বলে, এই দেখো দাদি মা। এই সেই শ্রী আংটি।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement