০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

সাওলা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের প্রাণী চেনো। কিছু বিরল প্রজাতির প্রাণী সম্পর্কে তোমাদের ধারণা আছে। আজ জানবে তোমরা সাওলা সম্পর্কে। এটি একটি মহিষজাতীয় প্রাণী; এটি বিরল প্রজাতির স্তন্যপায়ী। পৃথিবীতে এ প্রাণীর সংখ্যা খুবই কম। শুধু দেখা যায় ভিয়েতনাম ও লাওসের অনামিত্ পর্বতশ্রেণীতে।
সাওলা সাধারণত ৮৫ সেন্টিমিটার উঁচু হয় এবং এর ওজন প্রায় ৯০ কিলোগ্রাম। এর গায়ের রঙ কালচে বাদামি এবং পিঠ বরাবর কালো ডোরা রয়েছে। সাওলার পা কালচে এবং পায়ের পাতায় সাদাটে দাগ রয়েছে। সাধারণত এটি ছোট গাছের পাতা খায়। এবার সাওলার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement