২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

দশ.
রিয়াজ একটু বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে হাঁড়ি খুঁজতে চুলোর দিকে চোখ দিতেই তার চোখ স্থির হয়ে যায়।
দুধের হাঁড়িটা চুলোর উপরে। গ্যাসের চুলো নীল আগুনের আঁচে জ্বলছে। সে ব্যাপার কি বুঝে উঠতে পারে না। তার স্পষ্ট মনে আছে নব ঘুরিয়ে গ্যাসের চুলো পুরোপুরি অফ করে দিয়েছিল সে। কিছুটা ভয় কিছুটা কৌতূহলের সাথে ধীরে ধীরে চুলার কাছে যায়।
অল্প আগুনের নীল আঁচে চুলার উপরে দুধ ফুটছে। সে প্রথমে যতটুকু দিয়ে গিয়েছিল প্রায় ততটুকুই আছে। বলক উঠছে। জ্বাল আরেকটু বেশি হলেই উথলিয়ে উঠত। কিসে কী হলো সে বুঝতে উঠতে পারে না। তবে তার মন আনন্দে নেচে ওঠে। আজ বোধ হয় মারের হাত থেকে বাঁচা গেল।
আরেকটু বেশি ফুটতেই সে আরো ফুটানোর রিস্ক না নিয়ে দুধ নামিয়ে ফেলে। খোদা যে তার কথা শুনে হাঁড়িটাতে আবার দুধ ফিরিয়ে দিয়েছে সেজন্য খোদার প্রতি খুশি হয়ে ওঠে।
নিচ থেকে প্রথমে গাড়িওয়ালার, পরে বাবুর খেঁকানো কণ্ঠস্বর ‘অ্যাই রিয়াজ কানে শুনিস না?’ শুনে রিয়াজ সিঁড়ি ভেঙে দ্রুত নেমে যায়। দুধ না পোড়ার আনন্দে সে নেচে নেচে পাখির ডানায় ভর করে চলে। মামীর বলা কাজ সবই এখন সে করবে। সব কাজই আস্তে আস্তে মনে পড়ছে তার।
বাবুর সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সে ভাবে আবার গিয়ে দেখবে না তো আগের মতোই দুধ পোড়া হাঁড়ি নিচে পড়ে আছে পরিষ্কারের অপেক্ষায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় বাবুর বকবকানি এবং দু-একটা খামচি সে গ্রাহ্য করে না। তার এখন তাড়া আবার গিয়ে দুধটুকু না দেখা পর্যন্ত তার শান্তি নেই। পোড়া দুধ যেভাবে ফিরে এসেছে সেভাবেই তো ফিরে যেতে পারে। বিশ্বাস নেই কোনো।
দুধ সেভাবেই আছে দেখে সে স্বস্তি পায়। এবং এই দুধের উপর বিশ্বাস নেই বলেই সে বাবুকে দুধ খাওয়ানোর জন্য জোরাজুরি করতে থাকে। দু-এক ঢোক খাওয়ার পর না খেতে চাইলে সে চিনি মিশিয়ে দেয়। অনেক সাধাসাধির পর বাবু দুধটুকু খায়।
এবার সে বাবুর জন্য রান্না করতে বসে। ঝাল হলুদ ছাড়া সবজি খিচুড়ির জন্য সে সবজি কুটতে বসে। (চলবে)


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সকল