২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

নয়.
দাঁড়িয়েই রইল দুই গোয়েন্দা। রেগে চেঁচামেচি শুরু করে দিলো ক্যাপ্টেন। নিচ থেকে দু’জন নাবিক দৌড়ে এলো। রেজা-সুজার হাত চেপে ধরে জোর করে নামিয়ে দিলো। জাহাজের সিঁড়ি তুলতে তুলতে বিড়বিড় করল একজন, ‘ভাগ্যিস, জ্যোৎস্নারাতে সাগরে বেরোনোর সময় ওরা আসেনি।’
হাত ঝাড়া দিয়ে, কাপড়-চোপড় টেনেটুনে ঠিক করে গাড়ির কাছে ফিরে এলো দুই গোয়েন্দা। গাড়ি চালাতে চালাতে রেজা বলল, ‘একটা ব্যাপারে শিওর হওয়া গেল, ডকে আমাদের ঘোরাঘুরি ওরা পছন্দ করতে পারছে না। কিন্তু জ্যোৎস্নারাতে সাগরে বেরোনোর কথা বলে কী বোঝাতে চাইল?’
‘জানি না। তবে আজ রাতের কথাই বলল কিনা জানা দরকার। আজকে তো পূর্ণিমা। বোট নিয়ে বেরিয়ে পড়া যায়। পপলারের ওপর চোখ রাখা যাবে।’
বাড়ি ফিরে একটা ফ্যাক্স পেল, কাগজ কোম্পানির। ফ্যাক্সটা পড়ল রেজা। সুজাকে জিজ্ঞেস করল, ‘সুজা, ওয়াটারওয়েজ শিপিং নামে কোনো জাহাজ কোম্পানির নাম শুনেছিস? বিকৃত নোঙর আঁকা ওই কাগজ ওরাই ব্যবহার করে। ওদের সব জাহাজে ব্যবহার হয়। ওদের লণ্ডন অফিসের মাধ্যমে বিক্রি হয় ওই কাগজ।’
সুজা বলল, ওরকম কোনো শিপিং লাইনের কথা শোনেনি সে। চাচার অফিসে গিয়ে আলমারি ঘেঁটে জাহাজ কোম্পানির ওপর একটা বই বের করে নিয়ে এলো। পাতা ওল্টাতে লাগল বইটার। এক জায়গায় এসে থেমে গেল। ‘এই যে, আছে। ওদের কয়েকটা জাহাজ নিউ ইয়র্ক আর মধ্যপ্রাচ্যের মধ্যে যাতায়াত করে। দাঁড়া, পত্রিকায় জাহাজের শিডুল দেখে নিই।’
‘ভালো বুদ্ধি।’
‘ইয়েলো বিচ’ টাইমস পত্রিকায় জাহাজ যাতায়াতের তালিকা দেখল সুজা। ‘এই যে, হারবারসন নামে একটা জাহাজ দেখা যাচ্ছে। এ সপ্তাহের প্রথম দিকে নিউ ইয়র্কে এসেছে। ওটার স্বাভাবিক যাত্রাপথ ইয়েলো বিচ উপকূলের কাছ দিয়ে। কি মনে হয়, ওই হারবারসন জাহাজই বেআইনিভাবে আমেরিকায় নিয়ে আসছে বিদেশীদের?’
(চলবে)

 


আরো সংবাদ



premium cement
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন

সকল