২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সবচেয়ে বেশি ব্যবহার করা মসলা

-

ছোট্ট বন্ধুরা,
পিয়াজ সম্পর্কে কী? এটি একপ্রকার কন্দ। সম্ভবত পিয়াজ সবচেয়ে বেশি ব্যবহার করা মসলা। প্রায় সব ধরনের প্রধান খাবারে এটি ব্যবহার করা হয়। মাছ, গোশত, খিচুড়ি ইত্যাদি রান্নায় অবশ্যই এ মসলা লাগে। এটি সবজি হিসেবেও খাওয়া যায়। অভিধানে পিয়াজের চারটি বানান দেখা যায়Ñ পিয়াজ, পেঁয়াজ, পিয়াজ ও পেঁয়াজ। এটি শুধু খাওয়াই হয় না, অনেকে পিয়াজ দিয়ে শিল্পকর্মও তৈরি করেন এবং এসব স্থান পায় অনেক দেশের উৎসবে। এবার ছবি দেখো।
- ইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement