২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
কে কী-------কেন কিভাবে

অমূল্য হীরক কোহিনূর

-


আজ তোমরা জানবে অমূল্য হীরক কোহিনূর সম্পর্কে। বর্তমানে এটি ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে। লিখেছেন লোপাশ্রী আকন্দ

তোমরা জানো , কোহিনূর সম্পর্কে সারা দুনিয়ায় আগ্রহ রয়েছে। এটি একটি অমূল্য হীরক খণ্ড। বর্তমানে এটি ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে। একসময় এটি মুঘল সাম্রাজ্যের সম্পদ ছিল। কোহিনূরের অপর নাম গ্রেট মুঘল। আনুমানিক ১২ শতকে এটি দক্ষিণ ভারতে পাওয়া যায়। পাঠান, মুঘল, ইরানি ও শিখদের হাতবদল হয়ে এটি ব্রিটেনে যায়।
১৭৩৯ সালে পারস্য (ইরান) সম্রাট ভারত আক্রমণ করেন। তিনি দিল্লি থেকে কোহিনূর, ময়ূর সিংহাসন প্রভৃতি মহামূল্যবান সম্পদ পারস্যে নিয়ে যান। পরে কোহিনূর হীরক পাঞ্জাবের রাজা রণজিৎ সিংহের অধিকারে আসে। ১৮৪৯ সালে ুসাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মালিক হয়। ১৮৫০ সালে কোম্পানি এটি সে সময়ের ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে উপহার দেয়। এভাবে ব্রিটেন কোহিনূরের মালিক হয়।
সাবেক মুঘল সাম্রাজ্যের অংশ হিসেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মানুষ সত্যিকার অর্থে কোহিনূরের মালিক। একসময় ভারত ও পাকিস্তান কোহিনূর দাবি করেছিল। ব্রিটেন দাবি মানেনি; এমন অমূল্য রতœ তারা হাতছাড়া করতে চায় না।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement