২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

অক্টোপাস-১

-

ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা বিভিন্ন সামুদ্রিক প্রাণী সম্পর্কে জেনেছ। হয়তো অক্টোপাস সম্পর্কেও তোমাদের ধারণা আছে। এটি কী? হাড়শূন্য দানবাকৃতি প্রাণী। এ প্রাণী বিভীষিকার মতো ঘুরে বেড়ায় সাগরে। এটি নিচুস্তরের প্রাণী। একে বলে শামুক-ঝিনুকের জাতভাই। অক্টোপাস মোলাস্কা জাতের প্রাণী। এ ধরনের বেশির ভাগ প্রাণীর উপরে খোলা (খোল বা শক্ত আবরণ) থাকে, কিন্তু অক্টোপাসের নেই। তবে খোলা ছাড়াই এটি আত্মরক্ষা করতে পারে। কারণ এর রয়েছে দারুণ শক্তি। অক্টোপাসের পা কোথা থেকে বের হয়? মাথা থেকে। অবশ্য এ পাকে শুঁড় বললেই বেশি মানানসই। একটি অক্টোপাসের কয়টি পা বা শুঁড়? আটটি। অক্টোপাস মানে কী? আট পেয়ে।

 

 


আরো সংবাদ



premium cement

সকল