১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


আ র বে র রূ প ক থা  

সভাকবি বানর

-

(গতদিনের পর)

একটি জলজ্যান্ত মানুষ বানরে পরিণত হলো। এটা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে দৈত্যটি। হা হা হা। এভাবেই আমি মানুষকে বানর বানিয়ে দেই। ভুলিয়ে দেই তার স্মৃতি।
দৈত্যটি বলেÑ থাকো কবি, কিছুকাল বানর হয়ে থাকো। স্মৃতি তোমার লোপ পেয়েছে। তুমি মনে করতেও পারবে না যে, এককালে মানুষ ছিলে তুমি। হা হা হা।
দৈত্য আবার বলেÑ তবে হ্যাঁ। স্মৃতি তোমার ফিরবে। ধীরে ধীরে ফিরে আসবে। ফিরে আসবে তোমার মনুষ্য রূপও। তবে তা ‘তিন বছর পর এই দিনে, ঠিক এই সময়ে’। সেই সময়টা পর্যন্ত বনে বনে ঘুরে বেড়াও কবি। বনের ফল-ফলালি খাও, আর ক্ষেতের আখরোট-বাদাম চিবাও। এই কথা বলে ফের অদৃশ্য হয়ে গেল দৈত্যটি।
কবি সত্যিই ভুলে গেল নিজেকে। বানর হয়ে সে এদিক ওদিক তাকাল। চার পাশটা দেখে নিলো কিছুক্ষণ। তারপর লাফিয়ে লাফিয়ে চলে গেল দূরে, বনের ভিতরে। (চলবে)


আরো সংবাদ



premium cement