২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বিহঙ্গ

গায়ক পাখি সিলভারআই

-

 


আজ তোমরা জানবে, সিলভারআই সম্পর্কে । সিলভারআই সর্বপ্রথম ১৮৩২ সালে নিউজিল্যান্ডে দেখা যায়। বর্তমানে অস্ট্রেলিয়াতেই বেশি দেখা যায়। লিখেছেন লোপাশ্রী আকন্দ
হয়তো সিলভারআই সম্পর্কে তোমাদের ধারণা আছে। বাংলায় অর্থ করলে হয় রুপালি চোখ। তবে এটা আসলে কোনো প্রাণীর রুপালি চোখ নয়। এটি এক ধরনের গায়ক পাখি। এর চোখের চার পাশে সাদা পালক রয়েছে। সম্ভবত এ জন্যই একে সিলভারআই বলা হয়। নিউজিল্যান্ডের মাউরি ভাষায় এর নাম ‘তাউহউ’, যার অর্থ ‘খুদে আশ্চর্য’। সিলভারআই সর্বপ্রথম ১৮৩২ সালে নিউজিল্যান্ডে দেখা যায়। বর্তমানে অস্ট্রেলিয়াতেই বেশি দেখা যায়। এ জন্য এদের অস্ট্রেলিয়ার দেশীয় পাখি বলা হয়। তাসমানিয়া দ্বীপেও এদের পাওয়া যায়। সিলভারআইয়ের পালকের রঙের ক্ষেত্রে যে বৈচিত্র্য দেখা যায় তা অন্য পাখিদের ক্ষেত্রে বোধহয় পাওয়া যাবে না। একই দেশের মধ্যে পূর্ব-পশ্চিমের ব্যবধানে এদের পালকের রঙে ভিন্নতা দেখা যায়। যেমন অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের সিলভারআইয়ের পেছনের দিকের রঙ ধূসর এবং মাথা জলপাই সবুজ। আর পশ্চিমাঞ্চলের সিলভারআইয়ের দেহের পেছনের দিকের রঙ জলপাই সবুজ। আবার তাসমানিয়া দ্বীপের পাখিদের গলার রঙ ধূসর, লেজের নিচের অংশ হলদে। একই দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে রঙের এ বিভিন্নতা আসলেই আশ্চর্যজনক।
আজ তোমরা জানবে সিলভারআইয়ের আকার ও প্রকৃতি সম্পর্কে। এটি বেশ ছোট পাখি। সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। সর্বনিম্ন ১০ সেন্টিমিটার। গড় ওজন ১১ গ্রাম। তবে আকারে ছোট হলেও এরা দীর্ঘ দূরত্বে অভিপ্রয়াণে যেতে পারে। এরা তাসমানিয়া থেকে দক্ষিণ কুইন্সল্যান্ড পর্যন্ত অভিপ্রয়াণে চলে যায়। বৃক্ষ আচ্ছাদিত যেকোনো স্থান, বিশেষ করে বাণিজ্যিক ফল বাগান, শহুরে উদ্যান এবং বাগানে এদের বসবাস করতে দেখা যায়। এদের সাধারণত একাকী চলাফেরা করতে দেখা যায়। তবে প্রজনন ঋতুতে ছোট ঝাঁক গঠন করে। শীতকালে অনেক বড় ঝাঁক গঠন করে। এরা কীটপতঙ্গ ধরে খায়। তবে ফল ও মধু বেশি পছন্দ করে। আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সিলভারআইয়ের প্রজনন ঋতু। স্ত্রী ও পুরুষ সিলভারআই উভয়ে মিলে ঘাস, চুল, লতাপাতা ও মাকড়সার জাল দিয়ে একটি ছোট বাসা তৈরি করে। মাটি থেকে পাঁচ মিটার উচ্চতায় গাছের গর্তে এরা বাসা তৈরি করে। সব কিছু অর্থাৎ পরিবেশ অনুকূলে থাকলে স্ত্রী পাখিটি দুই থেকে চারটি নীলাভ সবুজ ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ উভয়েই ডিমে তা দেয়।

 


আরো সংবাদ



premium cement
মাথাপিছু আয় এখন ২৭৮৪ মার্কিন ডলার : বিবিএস কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে চুয়াডাঙ্গায় বিএন‌পি নেতার লাশ মিল‌ল পাটক্ষেতে কক্সবাজারে ভোট শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক : ওবায়দুল কাদের চকরিয়া উপজেলায় চেয়ারম্যান হলেন ফজলুল করিম এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ

সকল