১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


কে কী------------কেন কিভাবে নাদাম

-

আজ তোমরা জানবে নাদাম সম্পর্কে । এটি মঙ্গোলীয় জাতির ঐতিহ্যবাহী উৎসব। শুধু মঙ্গোলিয়ায় নয়, চীনের মঙ্গোলীয় অধ্যুষিত এলাকায়ও উৎসবটি উদযাপন করা হয়। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্

নাদাম কী? মঙ্গোলীয়দের একটি বিখ্যাত উৎসব। এ জাতি মধ্যগ্রীষ্মের ছুটির দিনে এ উৎসব পালন করে।
মঙ্গোলীয়রা একটি বিখ্যাত জাতি। মধ্যযুগে এরা চীন, মধ্য এশিয়া, উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিস্তীর্ণ এলাকায় বিরাট সাম্রাজ্য গড়ে তোলে। এদের সাম্রাজ্যের নাম ছিল মোঙ্গলীয় সাম্রাজ্য। এদের মূল আবাসভূমি ভূবেষ্টিত দেশ মঙ্গোলিয়া। এ দেশে একটি উৎসব পালন করা হয়। এর নাম নাদাম। এটি মঙ্গোলীয় জাতির ঐতিহ্যবাহী উৎসব। শুধু মঙ্গোলিয়ায় নয়, চীনের মঙ্গোলীয় অধ্যুষিত এলাকায়ও উৎসবটি উদযাপন করা হয়। স্থানীয়ভাবে মঙ্গোলীয়রা নাদামকে বলে এরিইন গুরুভান নাদাম, যার অর্থ মানুষের তিনটি খেলা। নাদাম উৎসবে প্রধানত তিনটি খেলারই প্রাধান্য দেখা যায়। কুস্তিলড়াই, ঘোড়দৌড় ও ধনুর্বিদ্যা বা তীর নিক্ষেপ। নাদাম উৎসবের ক্রীড়ায় পুরুষরা তিনটি প্রধান খেলায়ই অংশ নেয়। আর নারীরা সাধারণত অংশ নেয় তীর নিক্ষেপে। বালিকারা ঘোড়দৌড়ে অংশ নেয়। নাদামের সময় এরা আনন্দে মেতে ওঠে। শুধু ক্রীড়া প্রতিযোগিতায়ই এদের উৎসব সীমাবদ্ধ থাকে না, নাচ-গানেও এরা মাতোয়ারা হয়। এ সময় এরা আকর্ষণীয় দামি ও নতুন পোশাক পরতে চেষ্টা করে। বিশেষ ভোজের আয়োজন করা হয়।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement