০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জানা-অজানা

মুহাম্মদ বিন কাসিম

-

ছোট্ট বন্ধুরা,

উমাইয়ারা পূর্বে পশ্চিম ভারত থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত দখল করে নেন। আর উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। উমাইয়ারা স্পেনও জয় করেন।
মুহাম্মদ বিন কাসিম শুধু সমরনেতাই ছিলেন না, দক্ষ প্রশাসক হিসেবেও তার সুনাম ছিল। তার জন্ম বর্তমান সৌদি আরবের তায়েফে, ৬৯৫ সালের ৩১ ডিসেম্বর এবং মৃত্যু ৭১৫ সালের ১৪ জুলাই।
বর্তমান পাকিস্তানের করাচি নগরে মুহাম্মদ বিন কাসিমের নামে একটি উদ্যান প্রতিষ্ঠা করা হয়েছে। এই সেনাপতির আমলে করাচি নগরী দেবল নামে পরিচিত ছিল।


আরো সংবাদ



premium cement