গুলশানে গোলাগুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০৫

রাজধানীর গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে গুলির ঘটনায়ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাকির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার মধ্যরাতে আহ আমিনুল ইসলাম মামলা করেন।
জানা গেছে, এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অভিযুক্ত আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন মনির আহমেদ ও মো. আরিফ হোসেন। মামলার এজাহারভুক্ত অন্য দুজন হলেন শরিফুল ও হুমায়ুন। ঘটনার পর থেকে তারা পলাতক।
এর আগে রোববার বিকেলে রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা