২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপের’ ৮ সদস্য আটক

অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপের’ ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। - ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দাবিকৃত আট সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক (সহকারী পুলিশ সুপার (এএসপি)) মো: ফজলুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- মিরপুর পল্লবী থানার মো: মনজুরের ছেলে মো: দেলোয়ার হোসেন পল্টু (৩৫), একই এলাকার মো: আ: কাদেরের ছেলে মো: কাউসার হোসেন (১৮), নুর মোহাম্মদের ছেলে মো: নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), মো: ওলি উদ্দিন ছেলে মো: আসিফ নহোসেন (১৮), মো: শামছুল হকের ছেলে মো: আরিফ (১৮), শাহজাহান মিয়ার ছেলে মো: মেহেদী হাসান (১৮), মো: জামান শেখের ছেলে মো: সুজন শেখ (১৯) ও মো: শাহআলম ইসলাম বাবুর ছেলে মো: শাহরিয়ার সজীব (১৮)।

র‌্যাবের তথ্য অনুযায়ী, র‌্যাব-২ এর আভিযানিক দল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর পল্লবী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, খুর, ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং- ‘রোমান্টিক গ্রুপ’-এর সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারের জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি এবং আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো বলে স্বীকার করেছে তারা।

র‌্যাব এমন অভিযান অব্যাহত রাখবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement