১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ক্যাসিনোতে উড়ছে টাকা

অন্ধকার জগতের নিয়ন্ত্রণে প্রভাবশালীরা

অন্ধকার জগতের নিয়ন্ত্রণে প্রভাবশালীরা - ছবি : সংগৃহীত

রাজধানীতে গড়ে ওঠা অবৈধ ক্যাসিনোকে কেন্দ্র করে যেন টাকা উড়ছে। চলছে মদ, ইয়াবা ও হেরোইন বেচা-কেনা আর নারীকে কেন্দ্র করে অশ্লিলতা। অন্ধকার জগতের এসব কর্মকান্ডের নিয়ন্ত্রণে রয়েছেন রাজনৈতিক দলের প্রভাবশালীরা।

রাজধানীর ক্লাবপাড়াসহ অভিজাত এলাকায় ক্লাবের নামে বছরের পর বছর ধরে অবৈধভাবে ক্যাসিনো (জোয়ার আসর) গড়ে উঠলেও এর প্রতি নজর পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর। এসব ক্যাসিনোর সঠিক সংখ্যা নিরুপন না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মতে বর্তমানে ঢাকা ও আশপাশে শতাধিক ক্যাসিনো রয়েছে। অভিযোগ রয়েছে রহস্যজনক কারণেই আইনশৃঙ্খলা ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

সূত্র জানায়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ক্লাবের ক্যাসিনোতে বছরের পর বছর ধরে নিপুণ, চড়চড়ি, ডায়েস, ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, রেমি, ফ্ল্যাসসহ বিভিন্ন ধরনের তাস খেলা বা কথিত ইনডোর গেমস-এর নামে জুয়া খেলা চলছে। এসব ক্লাবে ক্যাসিনোর নামে শুধু জুয়া খেলাতেই সিমাবদ্ধ নয়, পাশাপাশি অবাধে মাদক বেঁচা-কেনা ও নারীদের নিয়ে অশ্লিলতা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকার ক্লাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব, ক্লাব প্যাভিলিয়ন ফকিরাপুল, আরামবাগ ক্লাব, দিলকুশা ক্লাব, ডিটিএস ক্লাব, আজাদ বয়েজ ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, বিজি প্রেস স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি ক্রীড়াচক্র বিমানবন্দর কমান্ড। এছাড়া রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও মিরপুর এলাকায় রয়েছে ক্লাবের নামে বিভিন্ন ক্যাসিনো।

রাজধানীর বাইরের ক্লাবগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জের সানারপাড় বর্ণালী সংসদ, বগুড়ার রহমান নগর ক্রিকেট ক্লাব, চাঁদপুরের মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ফ্রিডম ফাইটার (৫ নম্বর গুপ্তি ইউনিয়ন পরিষদ), নোয়াখালীর শহীদ শাহ আলম স্মৃতি সংসদ হলরুম, সোনাইমুড়ী, বরিশালের সেতুবন্ধন ক্লাব ও লাইব্রেরি, ও চট্টগ্রামের মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাম।

সূত্র জানায়, রাজধানীতে ক্লাবপাড়া ফকিরাপুলে ক্যাসিনোতে প্রতিদিন কোটি কোটি টাকার জুয়ার আসর বসে। পাশাপাশি নানা ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা চলে ক্যাসিনোতে। অথচ এসব ক্লাবগুলো মতিঝিল থানার আশপাশে হলেও রহস্যজনক কারণে পুলিশ বরাবরই ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব ক্যাসিনো পরিচালিত হয়ে আসছে।

বুধবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের মধ্যদিয়ে অন্ধকার জগতের এসব ক্যাসিনোর খবর প্রকাশ পায়।


আরো সংবাদ



premium cement
দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম ইরানি প্রেসিডেন্ট ওই হেলিকপ্টারে ছিলেন না! সফলতার সাথে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : মেয়র তাপস

সকল