১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


২১ রানে হার পাঞ্জাবের

২১ রানে হার পাঞ্জাবের - ফাইল ছবি

পরাজিত নায়ক শিখর ধাওয়ান। ৫০ বলে ৭০ রানের ঝকঝক ইনিংস খেলেও পাঞ্জাব কিংসকে জয়ের স্বাদ এনে দিতে পারলেন না তিনি। আইপিএলে শনিবার রাতে ঘরের মাঠে বাজিমাত করল লখনউ সুপার জায়েন্ট। ২১ রানে পাঞ্জাবকে হারাল তারা। শুরুতে লউনউয়ের অধিনায়ক নিকোলাস পুরানের ৪২ রানের ইনিংস এবং কুইন্ট ডি’ককের অর্ধশতরান জয়ের পথ করে দিলো। যদিও বল হাতে শেষ কাজটি করলেন তরুণ ময়ঙ্ক যাদব। এদিন গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পুরান। চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুলকে এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলায় লখনউ। ওপেন করতে নেমে ডি’ককের সাথে শুরুটা ভালো করেও দ্রুত আউট হন রাহুল (১৫)। মূল্যবান উইকেট তুলে নেন আর্শদীপ সিং। চলতি মরসুমে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে অর্ধশতরান করেন কুইন্টন ডি’কক (৫৪)। অধিনায়কচিত ইনিংস খেলেন পুরানও (৪২)। শেষ দিকে ঝোড়ো ৪৩ রানে করে অপরাজিত থাকেন ক্রুণাল পাণ্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লখনউ।

মনে করা হচ্ছিল ২০০ রানের লক্ষ্যমাত্র পাঞ্জাবের জন্য সহজ হবে না। কিন্তু খেলার দ্বিতীয় পর্বে শুরুতে শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে নাস্তানাবুদ হতে হয় পাঞ্জাবের বোলারদের। বিনা উইকেটে ১০০ রানের গণ্ডি ডিঙিয়ে যায় পাঞ্জাব।যদিও ১০২ রানের মাথায় বেয়োরস্টোকে ফেরান ময়ঙ্ক যাদব।

এর পরই শুরু হয় ছন্দপতন। ১৬ ওভার ২ বলে ব্যক্তিগত ৭০ রানে ধাওয়ান আউট হতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাঞ্জাব।

লখনউয়ের বোলিং বিভাগে বড় অবদান রাখেন ময়ঙ্ক-মহসিন জুটি। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তোলেন ময়ঙ্ক, অন্যদিকে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট পান মহসিন। এর ফলেই লখনউয়ের কাছে ২১ রানে হারতে হলো পাঞ্জাবকে। গুরুত্বপূর্ণ হয়ে গেল পাণ্ডিয়া ভাইয়ের ৪২ রানের ঝোড়ো ইনিংস।


আরো সংবাদ



premium cement
বিপিএল ফুটবল : ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী সরকার মানবাধিকার ও গণতন্ত্রকে ধ্বংস করেছে : মাওলানা রফিকুল ইসলাম নির্বাচনে বহিরাগত রোধে চেকপোস্ট বসানোর নির্দেশ ইসির বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু কালীগঞ্জে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডিজিটাল যুগের সুবিধা সবার জন্য নিশ্চিতের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ভরাট, ৩ জনের কারাদণ্ড অর্থনীতির ক্ষত সারাতে সুসময়ের অপেক্ষা পুরনো ঘরে নতুন রূপে ফিরছেন সাকিব রাফায় অভিযান চালানোর পক্ষে জাতিসঙ্ঘের আদালতে যে যুক্তি দিলো ইসরাইল

সকল