১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


আহসান মঞ্জিলে ট্রফি নিয়ে জাকের-মিরাজ

আহসান মঞ্জিলে ট্রফি নিয়ে জাকের-মিরাজ - সংগৃহীত

বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিদায় ঘণ্টা। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে আসরের মেগা ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। যার জন্যে এতো লড়াই, এত প্রতিদ্বন্দ্বিতা; সেই শিরোপা নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে আজ।

বৃহস্পতিবার ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে হয়েছে এবারের ফটোসেশন। ফাইনালের এক দিন আগে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয়। যদিও অনুপস্থিত ছিলেন উভয় দলেরই অধিনায়ক।

সাধারণত এমন ফটোসেশনে দু’দলের অধিনায়ক অংশ নিয়ে থাকে। তবে এক বছর আগে যার ব্যত্যয় ঘটান সাকিব আল হাসান। ওইবার তার নেতৃত্বে ফরচুন বরিশাল ফাইনালে উঠলেও ফটোসেশনে যাননি তিনি।

এবার শুধু বরিশাল নয়, ফটোসেশনে নেই কুমিল্লার অধিনায়কও। তামিম ইকবাল বা লিটন দাসের কেউ অংশ নেননি আহসান মঞ্জিলে। তাদের বদলে বরিশাল থেকে মেহেদী মিরাজ ও কুমিল্লা থেকে আসেন জাকের আলি অনিক।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। কুমিল্লা পঞ্চম ও বরিশাল লড়াই করবে প্রথম শিরোপার স্বাদ পেতে।


আরো সংবাদ



premium cement