২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড - ছবি : সংগৃহীত

ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। লড়াই করছে দাঁতে দাঁত চেপে। শুরুর ধাক্কা কাটিয়ে জবাব দিতে শুরু করেছে ব্যাট হাতে। কুড়ি ওভার পাড়ি দিতেই দলীয় সংগ্রহও ছুঁয়েছে তিন অংকের ঘর। ২২ ওভার শেষে দলের রান ১০৬/৩।

এর আগে মোস্তাফিজ আর খালেদের পেস তোপে পাওয়ার প্লেতেই টপ অর্ডারে ভাঙন ধরে নিউজিল্যান্ডের। ৮ ওভারে মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন হ্যানরি নিকোলস ও টম ব্লান্ডেল।

তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন সত্তোর্ধ্ব রান। দলের সংগ্রহও টেনে নিচ্ছেন, রান বের করছেন প্রতি ওভারেই। নিকোলস ৪৬ বলে ৩২ ও ব্লান্ডেল অপরাজিত আছেন ৩৯ বলে ৩৭ রানে।

শনিবার টসে জিতে আগে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে সেই সাহস ধরে রাখতে পারেনি, বলা যায় রাখতে দেননি মোস্তাফিজুর রহমান। কিউইদের টপ অর্ডারে ভাঙন সৃষ্টি করেছেন তিনি।

দুই ওপেনারকেই ফিরিয়েছেন মোস্তাফিজ। তৃতীয় ওভারে এসে প্রথমে ফেরান উইল ইয়ংকে। আগের ম্যাচে ফিফটি হাঁকানো এই ব্যাটার ফেরেন ৮ বল খেলে কোনো রান না করেই।

সপ্তম ওভারে এসে ফিজ ফেরান ফিন অ্যালেনকে। ১৫ বলে ১২ করে সৌম্যকে ক্যাচ দেন ফিন। ৬.১ ওভারে মাত্র ২৬ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

পরের ওভারের তৃতীয় আঘাত আসে। এবার আঘাত করেন খালেদ আহমেদ। অভিষেক ওভারেই ফেরান চাঁদ বোসকে। ১৯ বলে ১৪ করা এই ব্যাটাকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তিনি। ৩৬ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা এক সপ্তাহে রেমিট্যান্স আসা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে সৈয়দপুরে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঘরছাড়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচারের তীব্র নিন্দা কোটা সংস্কার আন্দোলন : সিলেটে ১১ মামলায় গ্রেফতার ১৩৯ আবারো বাংলাদেশে ফিরতে চান দেশে ফেরত যাওয়া মালয়েশিয়ান শিক্ষার্থীরা গাজা যুদ্ধবিরতি : রোমে তিন পক্ষের সাথে কথা বলবেন সিআইএ প্রধান দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন : ডিবি হারুন সিংড়ায় বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী গ্রেফতার মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার

সকল