২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাওয়ার প্লেতে কেমন করলো বাংলাদেশ!

রোহিত শর্মাকে ফেরিয়ে টাইগারদের উদযাপন। - ছবি : সংগৃহীত

চলছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত-বাংলাদেশের খেলা। টি-টোয়ান্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটি। এটি নির্ধারণ করে দিবে কে যাচ্ছে টি-টোয়ান্টির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেমিফাইনালে। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান।

বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। এরআগে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।

শুরু থেকেই ভালো করার ইঙ্গিত দেন তাসকিন। প্রথম ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ রান খরচ করেন এই পেসার। যার প্রথম ৪ বলে কোনো রান-ই নিতে পারেননি রোহিত শর্মা।

দ্বিতীয় ওভারে শরিফুল হাসান কিছুটা খরচে বল করলেও তৃতীয় ওভার ফের তাসকিন ভরসা হয়ে বল হাতে নেন। ওভারের চতুর্থ বলে রোহিত একবার জীবন পান। তবে শেষ রক্ষা হয়নি তার। শেষ পর্যন্ত হাসান মাহমুদের করা চতুর্থ ওভারে তালুবন্দি হন তিনি।

চতুর্থ ওভারে হাত ঘুরাতে এসে দ্বিতীয় বলে ভারতীয় শিবিরে আঘাত হানে হাসান মাহমুদ। ব্যক্তিগত ২ রানে ইয়াসির আলীর তালুবন্দি হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

পঞ্চম এবং ষষ্ঠ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান যোগ করেন কোহলি-রাহুল জুটি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন আশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল