১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


তাসকিনের জোড়া আঘাতে দিশেহারা দ. আফ্রিকা

- ছবি - ইএসপিএন

শুরুটা করেছেন শরিফুল ইসলাম। ৩.৫ ওভারে ওপেনার জানেমান মালানকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত সূচনা করেছেন তিনি। পরে জোড়া আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। নবম ওভারে আরেক ওপেনার কাইলি ভেরেইনি ও এইডেন মার্করামকে ফিরিয়েছেন তিনি।

ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা বলটা মিস করেছেন কাইল। অন ফিল্ডের এলবিডব্লুর সিদ্ধান্তটা রিভিউ করেননি, করলেও লাভ হতো না। দুই বল পর এইডেন মার্করামকেও ফিরিয়েছেন তাসকিন। এক ওভারে দুই উইকেট হারিয়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকা।

এখন ক্রিজে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা ও রেসি ভেন দার দুসেন। দ. আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৪২ রান।

এর আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement