২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

তামিমের সিদ্ধান্তে অবাক সুজন

তামিমের সিদ্ধান্তে অবাক সুজন - ছবি : সংগৃহীত

টি টোয়েন্টি ক্রিকেট ও তামিম। বেশ কিছুদিন ধরে আলোচনার মূল উপজীব্য। বিশ্বকাপ দিয়ে শুরু, শেষটা হয়তো চলমান বিপিএলেই। আর হয়তো বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে দেখা যাবে না ড্যাশিং এই ওপেনারকে।

কিন্তু কেন? তার প্রশ্নের উত্তর হয়তো নেই। তামিমই ভালো জানেন। যদিও দলের অন্দর মহলে আছে মনমালিন্য আছে। আছে অভিমান, রাগ, হতাশা। কিন্তু তামিমের এমন সিদ্ধান্তে অবাক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তামিমের সমস্যাটা কোথায়, তার কারণ অনুসন্ধানে মন দেবেন তিনি।

শনিবার মিডিয়ার সামনে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানান, তামিম আর টি টোয়েন্টি খেলতে চান না। এই কথা নাকি তামিম নিজে তাকে জানিয়েছেন। যখন জানালেন, ঠিক তার আগে বিপিএলে ঢাকার হয়ে দুটি ম্যাচেই ফিফটি করেছেন তামিম। তাহলে কি তামিমের এমন সিদ্ধান্ত চরম অভিমানী?

তামিমের এই অভিমানী সিদ্ধান্ত নিয়ে রোববার মিরপুরে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে তিনি তামিমের সঙ্গে বিস্তারিত কথা বলার আশ্বাস দেন। তিনি জানতে চান, তামিমের সমস্যাটা কোথায়।

ফরচুন বরিশালের অনুশীলের ফাঁকে সংবাদমাধ্যকে সুজন বলেন, ‘বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সাথে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব। আসলেই ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে যেসব ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’

কেউ না খেলতে চাইলে, তাকে জোর করে খেলানো যায় না। ক্রিকেট তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। তবে তামিমের এমন সিদ্ধান্তে সুজন অনেকটা অবাক, ‘একটু তো অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

তিনি আরো বলেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ও আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান। কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

২০২০ সালের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। আর হয়তো দেখাই যাবে না তাকে ক্রিকেটের এই ফরম্যাটে।


আরো সংবাদ



premium cement
আজ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অতিশী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশায় পাকিস্তান ইসরাইলি হামলায় বৈরুতে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত আফগান সীমান্তের কাছে গুলি, ৬ পাকিস্তানি সেনা নিহত রাঙামাটি ও খাগড়াছড়িতে নিহত ৪, ১৪৪ ধারা জারি রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ

সকল