০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


অস্ট্রেলিয়া সফর নিয়ে দুঃচিন্তা কমেছে

অস্ট্রেলিয়া সফর নিয়ে দুঃচিন্তা কমেছে -

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন সফরটি নিয়ে দুঃশ্চিন্তা কমেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ দু’দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে সংশ্লিষ্ট মোট ১৫২ জনের কোভিড পরীক্ষা করানো হয়। কারোরই পজিটিভ হননি। স্থগিত হওয়া ম্যাচটির সূচি পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় ম্যাচটি গড়াচ্ছে আজ শনিবার। এছাড়া শনিবারের তৃতীয় ম্যাচটি পিছিয়ে সোমবার (২৬ জুলাই) নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আইসোলেশনে চলে যাওয়ায় বাংলাদেশ সফরকে ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা। তবে দলের সবাই করোনা নেগেটিভ হওয়ায় আর কোনো সমস্যা রইল না। যথাসময়েই বাংলাদেশ সফরে আসবে তারা।

আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। সূচি অনুযায়ী ৩ আগস্ট শুরু হওয়ার কথা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে সিরিজের সব ম্যাচ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement