১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


প্রথম টেস্টে ভালো করার তাগিদ টাইগারদের

প্রথম টেস্টে ভালো করার তাগিদ টাইগারদের - ছবি : সংগৃহীত

টেস্টে কোথাও স্বস্তিতে নেই বাংলাদেশ, আর সেটা ঘরে কিংবা বাইরে। দেশের মাটিতে সর্বশেষ স্মৃতিতো আরো ভয়াবহ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে হোয়াইটওয়াশ। এমন অবস্থায় দল চাপে থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু অধিনায়ক মুমিনুলের কথায় তার লেশমাত্র নেই। বুধবার থেকে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। তার আগে দ্ব্যর্থহীন কণ্ঠে মুমিনুল জানালেন, ‘চাপে নেই তিনি। চাপে নেই বাংলাদেশও।’

ক্যান্ডিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল জানান, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপেই নেই। দলও কোনো চাপে নেই। আমরা এখানে ম্যাচ জেতার জন্য এসেছি। পুরোপুরি চেষ্টা করব জেতার জন্য।’

ঘরের মাঠে শ্রীলঙ্কা এগিয়ে আছে। এটা স্বীকার করছেন মুমিনুল। তবে ভালো খেলার তাগিদ টাইগার দলপতির, ‘অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা সবশেষ দুটি টেস্টে ভালো করতে পারিনি। তবে আগেও বলেছি, ক্রিকেটে আগে কি হয়েছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে যদি আমাদের প্রক্রিয়া ঠিক থাকে, পাঁচ দিনের প্রতিদিন যদি প্রক্রিয়া ঠিক রাখতে পারি, আমরা জয় নিয়ে ফিরতে পারব।’

দেশের বাইরে বাংলাদেশের সবশেষ টেস্ট জয় শ্রীলঙ্কাতেই, ২০১৭ সালে। শ্রীলঙ্কা গত মাসেই টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে।

এই সিরিজে নেই সাকিব। সাকিবকে তাই মিস করবেন মুমিনুল। তিনি বলেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যেই আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। সূচিতে ছিল তিনটি টেস্ট ম্যাচ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয় সেই সফর। পরে সেপ্টেম্বরে আবার দুই দেশের বোর্ডের আলোচনা হয় সফর নিয়ে। তখন কোয়ারেন্টিনের সময় নিয়ে টানাপড়েনে শেষ মুহূর্তে আবার স্থগিত হয় সিরিজ। সেই সিরিজই এবার হচ্ছে, ম্যাচ কমে গেছে একটি।

শ্রীলঙ্কায় বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় দল। লঙ্কানদের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশের জয় ঐ একটিই। ২০ টেস্টে বাংলাদেশের জয় একটি, শ্রীলঙ্কার জয় ১৬টি, ড্র হয়েছে তিনটি। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক মোট নয়টি টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে আটটিতেই জয়ী শ্রীলঙ্কা। বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য একটি সিরিজ ড্র, সেটা ২০১৭ সালে (১-১)।

সম্ভাব্য বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী।


আরো সংবাদ



premium cement