২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরিজ সেরা সাকিব

সিরিজ সেরা সাকিব - ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দারুণ হলো সাকিব আল হাসানের। টানা তিন ম্যাচে বল-ব্যাটের ঝলকানিতে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তারকা এই অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কার পান মুশফিকুর রহীম।

সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ১২০ রানের বড় ব্যবধানে। যেখানে ব্যাট হাতে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তবে ইনজুরির কারণে গোটা দশ ওভার বোলিং করতে পারেননি সাকিব। ৪.৫ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন তিনি।

তাই বলে সিরিজ সেরার খেতাব জিততে কষ্ট হয়নি তার। তিন ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ উইকেটে মেহেদী হাসান মিরাজের। সাকিব নিয়েছেন তিন ম্যাচে ৬ উইকেট। সেরা বোলিং ৮ রানে ৪ উইকেট, প্রথম ম্যাচে। ৬ উইকেট পাওয়া আরেক বোলার মোস্তাফিজুর রহমান।

ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান তামিম ইকবালের, ১৫৮। ১১৬ রান ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলের। এরপরই অবস্থান সাকিবের। ৫৬.৫০ গড়ে তার রান ১১৩।

সিরিজ সেরার পুরস্কার হাতে পাওয়ার পর সাকিব বলেন, ‘সব কৃতিত্ব আসলে কোচিং স্টাফ ও টিমমেটদের। দীর্ঘদিন পর ফেরাটা সহজ ছিল না। তবে প্রথম ম্যাচের পর আত্মবিশ্বাস পেয়েছি। সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস আরো বেড়েছে।’ নিজের চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো বুঝতে পারছি না চোটের মাত্রাটা কতটা প্রখর, কাল সকালে বুঝা যাবে।’

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘সবকটি ম্যাচে দারুন পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করে সিরিজের দারুণ সমাপ্তি আনল টাইগাররা। ব্যাটে বলে আবার ফিরে এসে অত্যন্ত আনন্দিত।’


আরো সংবাদ



premium cement
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ

সকল