০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ছিটকে গেলেন পুকোভস্কি, ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

ছিটকে গেলেন পুকোভস্কি, ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে - ছবি : সংগৃহীত


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আবরো ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগেই জানা ছিল, ডেভিড ওয়ার্নার প্রথম টেস্টে খেলতে পারবে না। ওই ধাক্কা আবারো লগলো অসি শিবিরে। ওপেনারের জায়গা নিয়েই এখন দারুণ সমস্যায় অসিরা। ওয়ার্নারের পর অ্যাডিলেডে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন উইল পুকোভস্কিও। তবে তার জায়গায় অসি দলে ঢুকেছেন মার্কাস হ্যারিস।

মূলত, কনকাশনের কারণেই ছিটকে যেতে হলো এখনো অভিষেকের টুপি না পরা উইল পুকোভস্কি। ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ চলাকালে কার্তিক ত্যাগির বাউন্সার হেলমেটে লাগে পুকোভস্কির। ফলে ওই ম্যাচ আর খেলতে পারেননি তিনি। তবে এবার প্রথম টেস্টের দল থেকেও ছিটকে গেলেন।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ডেভিড ওয়ার্নার আগেই দিবা-রাত্রির এই টেস্ট থেকে ছিটকে যান। তার জায়গায় দলে ঢুকেছিলেন পুকোভস্কি। এবার তিনিও চোট পেয়ে ছিটকে গেলেন ম্যাচ থেকে।

১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। সিরিজের আগেই একের পর এক চোট সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার, পুকোভস্কি ছাড়া ক্যামেরন গ্রিন ও হ্যারি করওয়েও চোট পেয়েছেন।


আরো সংবাদ



premium cement