১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


১৪ বলে ফিফটি, বিধ্বংসী ইনিংস রাসেলের

১৪ বলে ফিফটি, বিধ্বংসী ইনিংস রাসেলের - ছবি : সংগৃহীত

২০ ওভারের ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। যেখানে প্রতি বলে ব্যাট চালানোর বিকল্প ছিল না। সিক্স এ সাইডের আবহের ম্যাচে ক্যারিবিয়ন অলরাউন্ডার আন্দ্রে রাসেল দেখালেন তার বিধ্বংসী রূপ। ১৪ বলে করলেন রেকর্ড ফিফটি, শেষ অবধি ১৯ বলে নট আউট ৬৫ রানে।
লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেটে শনিবার রাতে চার ছক্কার ফুলঝুড়িতে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মাটিতে দ্রুততম ফিফটির রেকর্ডই গড়েছেন রাসেল। তার দল কলম্বো কিংসও জিতেছে হেসেখেলে। গলে গ্লাডিয়েটর্সকে হারিয়েছে ৩৪ রানে। আগে ব্যাট করতে নেমে রাসেলের খুনে ব্যাটিংয়ে ৫ ওভারে এক উইকেটে করে ৯৬ রান। জবাবে গ্লাডিয়েটর্স ৫ ওভারে তোলে দুই উইকেটে ৬২ রান।

প্রথমে ব্যাটিংয়ে নামে কলম্বো কিংস। প্রথম বলে মোহাম্মদ আমিরের বলে রান নিতে পারেননি রাসেল। দ্বিতীয় বল ওয়াইড। পরের পাঁচ বলে তিন চার ও দুই ছক্কা হাঁকিয়ে নিজেকে জানান দেন রাসেল। পরের ওভারে তিনি আসিথা ফার্নান্দোকে ছক্কায় ওড়ানোর পর চার মারেন টানা তিনটি। চতুর্থ ওভারে আমিরকে থার্ডম্যান দিয়ে চার মেরে পূর্ণ করেন ফিফটি। শেষ ওভারে আফ্রিদির বলে চার-ছক্কায় দলের সংগ্রহ নিয়ে যান একশর কাছে।

১৯ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন রাসেল। ১৪ বলে ফিফটি, ২০ ওভারের ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি এটি। শ্রীলঙ্কার মাটিতে দ্রুততম, শুধু তাই নয় ২০ বলের নিচে এই প্রথম হলো কোনো ফিফটি।

অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেলই।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল