২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চোখ যখন আশার ফুলে...

আশরাফুল - ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আশার ফুল হয়ে আগমন ঘটেছিল তার। কাজটা যেমন ক্রিকেটীয় আশা আর ব্যাটিং মুগদ্ধতার সুগন্ধে ভরপুর ছিল, নামটাও যেন একই মিশেলে তৈরি মোহাম্মদ আশরাফুল। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারো মাঠে, লক্ষ-কোটি ভক্তের সেই আশরাফুল। স্বল্প সময়ের ক্যারিয়ারে অনেক রেকর্ডই পুরে নিয়েছিলেন নিজের ঝুলিতে। মাঝে আশরাফুলের জীবনের ওপর দিয়ে বয়ে যায় বিশাল এক ঝড়। লণ্ডভণ্ড হয়ে যায় বহু কষ্টে গড়া ক্যারিয়ার।

দীর্ঘ পাঁচ বছর অনেকটা নির্বাসন কাটিয়ে মাঠে ফিরলেও লাল-সবুজ জার্সি আর গায়ে পরা হয়ে উঠেনি তার। তবে এবার সেই সুযোগটাও হাতছানি দিচ্ছে আশরাফুলের। দীর্ঘ সময় পর আবারো বড় কোনো টুর্নামেন্টে খেলতে নামছেন তিনি। এই অপেক্ষা যেমন আশরাফুলকে পুড়িয়েছে, তেমনি এই অপেক্ষা ভক্তকূলকেও করেছে তিক্ত।

আবার ব্যাটে ঝাঁঝটা দেখার পালা। সব কিছুর অবসান সন্নিকটে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর হয়ে বেক্সিমকো ঢাকার বিপক্ষে আজ দুপুরে মাঠে নামবেন তিনি। খবর শুনে নচে-চড়ে বসেছেন আশরাফুল ভক্তরা। তবে তিনি আবারো কি পারবেন ভক্তদের আশার ফুল হয়ে উঠতে?

গত ক'দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আশরাফুল। টুর্নামেন্টের পাশাপাশি স্পটলাইট যেন আশরাফুলের মাথায় তাক করা। সবার চোখ ওই আশার ফুলের দিকেই। আবারো কি ফুলের সুশোভিত মুগদ্ধতা ছড়িয়ে দেবেন আশরাফুল?

মাঠে নামার আগে সেটিই ভক্তদের জানিয়ে রাখলেন এই ব্যাটসম্যান। তিনি প্রস্তুত নিজের সবটুকু দিতে। আশরাফুল বলেন, ‘আমি প্রস্তুত নিজের সেরাটা দেয়ার জন্য। আমাদের ব্যালেন্স একটি টিম গঠন করা হয়েছে, সবাই চেষ্টা করলে ভালো করতে পারবো ইনশাআল্লাহ।’

ভক্তদেরও পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে এবারের আশরাফুল অন্য সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘ফিটনেস, স্বিল নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছি। গত আড়াই-তিন মাস সবাই আমাকে সাপোর্ট করেছেন। আল্লাহর রহমতে আমি সেরাটা দিতে প্রস্তুত আছি।’

ভক্তদের অনুরোধ জানিয়েছেন রাজশাহী এবং সবাই যেন আশরাফুলকে সাপোর্ট করেন। টপ টু'তে দলকে নিয়ে যেতে চান তারা। তবে সবকিছুর জন্য ভাগ্যেরও সহায়তা লাগে বলেছেন আশরাফুল।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল