১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ইংল্যান্ড সফর নিয়ে চাপে ছিল পিসিবি

ইংল্যান্ড সফর নিয়ে চাপে ছিল পিসিবি - ছবি : সংগৃহীত

এক সাথে ১০ ক্রিকেটারের করোনা পজিটিভ। ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান দলে এতোজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় বেশ চাপে পড়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিস্থিতিতে পাকিস্তান দলের এই সফর বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তাদের হাতে ছিল দুটি বিকল্প। হয় টিম যাবে। না হয় ট্যুর বাতিল। শেষ পর্যন্ত অবশ্য দল ইংল্যান্ডে যায়। জানান পিসিবি সিইও ওয়াসিম খান।

ইংল্যান্ডের সাথে তিন টেস্ট ও সমান সংখ্যক ওয়ানডে খেলবে তারা। যা শুরু হবে ৫ আগস্ট থেকে।

ওয়াসিম আরো জানান, আমরা শেষ পর্যন্ত এই যুক্তিতে দল পাঠাই, কারণ আমরাই প্রথম রাজি হয়েছিলাম করোনার এই মহাদুর্যোগের সময় ইংল্যান্ডে খেলতে যেতে। বিশ্ব ক্রিকেটকে পুনরায় মাঠে গড়াতে। যদি না যেতাম তা হলে প্রশ্ন উঠতো। কারণ ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফর করছে। তারা তো আরো বাজে পরিস্থিতিতে সফরটি করছে।

সূত্র : ক্রিকইনফো


আরো সংবাদ



premium cement

সকল