১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ঘণ্টা বাজিয়ে কোলকাতা টেস্ট শুরু করতে চান গাঙ্গুলী

- ফাইল ছবি

আগামী মাসে কোলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। আসন্ন সফরে ভারত সফরে দু’ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে সিরিজে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বৈঠক শেষে গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

শুধুমাত্র খেলার দেখার জন্যই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ঘন্টা বাজিয়ে খেলার শুরু করার পরিকল্পনাও করেছেন গাঙ্গুলী। তিনি জানান, ‘যদি সবকিছু ঠিক থাকে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেল বাজিয়ে ঘন্টা বাজিয়ে ম্যাচটি শুরু করবেন।’

দ্বিতীয় টেস্টটি গাঙ্গুলীর নিজ শহর কলকাতায় হওয়ায়, ম্যাচটি স্মরণীয় করে রাখার অনেক পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র প্রেসিডেন্টের। ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্টে লংগার ভার্সনে ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল গাঙ্গুলীর। সেই স্মৃতি ভুলেননি তিনি। এরপর তার অধীনে অনেক সাফল্যের স্বাদ পেয়েছে ভারত। বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের আসন্ন কলকাতা ম্যাচে আমন্ত্রন জানানোর কথা বলেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘বাংলাদেশের বোর্ডের সাথে কথা বলব। বাংলাদেশের প্রথম টেস্টে অংশ নেয়া ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি-র। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, সেই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়। এমনকি ভারতীয় দলের খেলোয়াড়দেরও আমন্ত্রন জানানো হবে। প্রথম দিনের খেলা শেষে দু’দলের সদস্যদের সংবর্ধিত করা হবে।’

এছাড়াও ইডেনের সমর্থকেরা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখতে পাবেন মাত্র পঞ্চাশ টাকার টিকিটে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে বেশি সংখ্যক দর্শক আসার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল