১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ফের চাপে বাংলাদেশ

- ছবি : এএফপি

আফগানিস্তানের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। মুজিবুর রহমানের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই নাজিব তারকাইকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন লিটন। দ্বিতীয় ওভারে ফারিদ মালিকের বোল্ডের শিকার হয়ে ব্যকিত্গত ৫ রানে ফেরেন মুশফিক। দরীয় ৩০ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রানে মুজিবের বলে রশিদকে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ব্যাট করতে মুজিবের ঘূর্ণি ফাঁদে এলবিডব্লিউর মিকার হয়ে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন সৌম্য সরাকার। ৩২ রানে ৪ উ্ইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর মাহমমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। ৫৮ রানের জুটি বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করলেও ৯০ রানের মাথায় মাহমুদুল্লাহ আউট হলে আবারো চাপে থাকতে হয় বাংলাদেশকে। ৩৯ বলে ৪৪ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। ২৭ বলে ২৪ রান করে মুজিবের ৪র্থ শিকার হয়ে সাজঘরে ফেরেন সাব্বির।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান।

এর আগে মোহাম্মদ নবীর ৫৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংসে ত্রিদেশীয় ‍টি-টোয়েন্টি সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে আফগনরা।

রোববার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।

সাকিব-সাইফউদ্দিনের অ্যাকশনে শুরুতেই ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। প্রথম বলেই স্ট্যাম্প ওড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অফ স্ট্যাম্পে আঘাত হানেন সাইফ। ইনিংনের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে হযরতউল্লাহ জাজাইকে ১ রানে ফেরান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে নাজিব তারাকাইকে বাউন্ডারিতে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাইফউদ্দিন। ইনিংসের ষষ্ঠ ওভারে নাজিবুল্লাহ জাদরানকে সাকিব ফেরালে মোটামুটি ভালো চাপে পড়ে আফগানিস্তান।

সেখান থেকে দলকে বিপদমুক্ত করার দায়িত্ব নেন নবী ও আসগর। দুজনের ৭৯ রানের জুটিতে দলকে ম্যাচেও ফেরান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩৭ বলে ৪০ রান করে আফগান ফিরলেও রীতিমতো ঝড় তোলেন নবী। ৫৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৮৫ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন নবী। আসগর-নবীর ব্যাটে ওপর ভর করে বাংলাদেশের সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান।

বাংলাদেশী বোলারদের মধেঘ্য সাইফউদ্দিন ৪টি ও সাকিব ২টি উইকেট শিকার করেন।


আরো সংবাদ



premium cement
খাদ্য মূল্যস্ফীতির চক্রে নিম্ন আয়ের মানুষ স্বর্ণের অলঙ্কার বিক্রিতে মজুরি ৬ শতাংশ ফ্রান্সে কারা কর্মকর্তাদের হত্যা করে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাই নিউ কালেডোনিয়ায় সহিংসতার পর কারফিউ, বন্ধ বিমানবন্দর থাইল্যান্ডের কারাগারে অনশনে থাকা তরুণীর মৃত্যু ভারতীয় পত্রিকার রিজার্ভ চুরির খবর মিথ্যা : বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেফতার রাফা ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করল ইসরাইল দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন : কিয়েভ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন?

সকল