১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


প্রথম আঘাত হানলেন সেই আমির

- ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাট দেয়াল হয়ে দাঁড়ায় পাকিস্তানের সামনে। ২২ ওভার পর্যন্ত কোনো উইকেট ভাঙতে পারেনি আমির-হাসান আলিরা।

নিজের দ্বিতীয় স্পেল ও খেলার ২৩তম ওভার করতে এসে প্রথম বলেই মোহাম্মদ হাফেজের ক্যাচ বানিয়ে অ্যারন ফিঞ্চকে তুলে নেন মোহাম্মদ আমির। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৮২ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ২৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৯ রান।  ডেভিড ওয়ার্নার (৫২) ও স্টিভেন স্মিথ (১) রান নিয়ে ব্যাট করছেন।

টন্টনের কাউন্টি গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। আগের তিনটি ম্যাচে সরফরাজ আহমেদ-বাবর আজমদের ফল একটি জয়, একটি হার। আর শ্রীলঙ্কার সাথে সর্বশেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে অজিদের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।

এদিকে ভারতের বিপক্ষে হারের স্মৃতি ভুলে আবারো জয়ের ধারায় ফিরতে মরিয়া স্মিথ-ওয়ার্নাররা।


আরো সংবাদ



premium cement