০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

প্রথম সাফল্য এনে দিলেন মিরাজ

- ফাইল ছবি

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে ১৭ ওভার পর্যন্ত। সতেরতম ওভারে দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

অফ স্ট্যাম্পের ওপর মিরাজের একটি বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কাভারে মাহমুদউল্লাহর দুর্দান্ত এক ক্যাচে সাজ ঘরে ফিরেছেন ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিস।

সুনীল ৫০ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেছেন। পরের ওভারেই নুতন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। উইকেটের পেছনে মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দিয়েছেন ব্রাভো। ১ রান করে ফিরেছেন তিনি। অপর ওপেনার শাই হোপ অপরাজিত আছেন ৪৬ রানে।

বাংলাদেশের একাদশ : 
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

শেন ডউরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, জনাথন কার্টার, সুনিল অ্যাম্ব্রেস, রোস্টেন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যশলি নার্স, কেমার রোচ, শেল্ডন কোট্রেল ও শ্যানন গ্যাব্রিয়েল।


আরো সংবাদ



premium cement