১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


অচেনা আলিস হ্যাটট্রিক করে জেতালেন ঢাকাকে

-

বিপিএলে শুক্রবার নাটকীয়তার ভরা এক ম্যাচে রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ধরে রেখেছে দলটি। আগে ব্যাট করে ঢাকার করা ৯ উইকেটে ১৮৩ রানের জবাবে রংপুর থেমেছে ৯ উইকেটে ১৮১ রানে।

বড় স্কোর তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে রংপুর রাইডার্স; ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল আজও সফল হতে পারেননি। স্বদেশী আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডের যৌথ এক দুর্দান্ত ক্যাচে তিনি সাজ ঘরে ফিরেছেন শুভাগত হোমের বলে।

তবে গেইলের দায়িত্বটা আজ কাঁধে তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা রাইলি রুশো। মোহাম্মাদ মিথুনের সাথে ১২৪ রানের জুটিতে দলকে রেখেছেন লড়াইয়ে। ১৬তম ওভারে রুশোকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ঢাকার স্পিনার আলিস ইসলাম। ৪৪ বলে ৮৩ রান করেন রুশো। এরপরও জয়ের পথে ছিল রংপুর। ১৮তম ওভারে আবার বোলিংয়ে আসেন আলিস। জয়ের জন্য রংপুরের তখন দরকার ১৮ বলে ২৬ রান, হাতে রয়েছে ৬ উইকেট। যে কোন বিবেচনায় ম্যাচ জেতা সহজ তখন রংপুরের কাছে।

কিন্তু আলিসের সেই ওভারেই ম্যাচে আসে নাটকীয়তা। চতুর্থ বলে আলিস আউট করেন ৪৯ রান করা মোহাম্মাদ মিথুনকে। পরের দুই বলে মাশরাফি ও ফরহাদ রেজাকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাট্রিক। টি-টোয়েন্টি অভিষেকে হ্যাট্রিক করার কৃতিত্ব বিশ্বে এই প্রথম। ওই ওভার থেকে আসে মাত্র ৩ রান।

পরের ওভারে সুনিল নারিন বল হাতে ৯ রান খরচ করে শিকার করেন আরো দুটি উইকেট। ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে রংপুর। শেষ ওভারে দরকার ছিলো ১৪ রান। আলিসের প্রথম দুই বলে দুটি চার হাকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রংপুরের শফিউল ইসলাম। চার বলে দরকার ৬ রান। তখনই দারুণ কামব্যাক করেন আলিস। শেষ চার বলে আর কোন বাউন্ডারি নিতে পারেনি রংপুর। তারা ম্যাচ হেরে যায় ২ রানে।


আরো সংবাদ



premium cement
অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

সকল