১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


টি-২০ দলে ফিরলেন সাইফউদ্দিন

-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ঘোষিত দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ টি-২০ সিরিজে দলে থাকা তিন খেলোয়াড় সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহি বাদ পড়েছেন।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টি-২০ সিরিজে বাংলাদেশ দলে ছিলেন সাব্বির, মোসাদ্দেক ও রাহি। তবে এবার আর বিবেচিত হননি তারা। তাদের জায়গা দলে নেয়া হয় মিথুন ও সাইফউদ্দিনকে।

দীর্ঘদিন পর একসাথে দলে ফিরলেন মিথুন ও সাইফউদ্দিন। দু’জন একসাথে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজে খেলেছিলেন তারা। এরপর নিদাহাস ট্রফি, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে সুযোগ হয়নি তাদের।

এখন পর্যন্ত দেশের হয়ে ১৩টি টি-২০ খেলেছেন মিথুন। ৯ ইনিংসে ৯০ রান করেছেন তিনি। সাইফউদ্দিন ৬ ম্যাচে ব্যাট হাতে ৮৮ রান ও বল হাতে ৪ উইকেট শিকার করেন।

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০। শেষ দু’টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যথাক্রমে- ২০ ও ২২ ডিসেম্বর।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী তাহলে ব্যাংকে কী মাস্তান-মাফিয়ারা ঢুকবে : কাদেরকে রিজভী গাজা থেকে ইসরাইলের তিন বন্দীর পর বিনয়ামিনের লাশ উদ্ধার মাদরাসা শিক্ষার্থী থেকে মালয়েশিয়ার নামি বিশ্ববিদ্যালয়ের ভিপি বশির ইবনে জাফর মিরপুরে লাঠি হাতে নিয়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ভালুকায় বৃদ্ধা সামর্থ বানুর মানবেতর জীবনযাপন এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ‘সাহিত্য আড্ডা’ কিরগিজস্তানে বিদেশীদের ওপর হামলা : ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়েছে পাকিস্তান ডিএমপির অভিযানে গ্রেফতার ২০

সকল