২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


তামিমের পর ফিরলেন ইমরুল

ওশানে থমাসের বলে বোল্ড ইমরুল কায়েস - ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে মিরপুরে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর আভাস দিয়েও পরপর দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ওপেনার তামিম ইকবালের পর ফিরে গেছেন ওয়ানডাউনে ক্রিজে আসা ইমরুল কায়েসও। আরেক ওপেনার লিটন ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন ভাগ্যগুণে। কেমার রোচের ওই বলটি ছিলো নো বল।

সেটি ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। লিটনের উইকেট ফিরে পেয়ে যেন হাফছেড়ে বাঁচে বাংলাদেশ। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। পরের ওভারেই রোস্টন চেজের সহজ একটি বলে ক্যাচ তুলে দেন তামিম ইকবাল। পয়েন্ট সেই সহজ ক্যাচ নিয়েছেন দেবেন্দ্র বিশু।

এরপর ক্রিজে আসা ইমরুল কায়েস খেলেছেন মাত্র দুটি বল। প্রথম বলে ক্যারিবীয় দীর্ঘদেহী পেসার থমাসকে চার মেরে পরের বলেই বোল্ড জিম্বাবুয়ে সিরিজে দারুণ খেলা ইমরুল।

এই রিপোর্টে লেখার সময় বাংলাদেশর সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেটে ৪৭ রান।  ক্রিজে আছেন লিটন দাস(১৮) ও মুশফিকুর রহীম(২)


আরো সংবাদ



premium cement