২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


'সাকিবের উপস্থিতি দলকে উজ্জীবিত করবে'

সাকিব আল হাসান - সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে এশিয়া কাপের শেষদিকে ছিটকে যান তিনি। খেলা হয়নি জিম্বাবুয়ে সিরিজে। তবে এখন ইনজুরি কাটিয়ে উঠে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবেন তিনি। তবে এই বিরতির কারণে কতটা ছন্দে থাকবেন তিনি?

জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বলেন, 'সাকিবের উপস্থিতিই দলকে উজ্জীবিত করবে।'

সাকিবের অনুপস্থিতিতে এতোদিন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই অলরাউন্ডার ফেরায় নেতৃত্বের ভার আবার তার কাঁধে দেয়া হয়েছে।

মাহমুদুল্লাহর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেও দুটি টেস্ট খেলবে সাকিবরা। প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে। আর দ্বিতীয়টি ঢাকায়।


আরো সংবাদ



premium cement

সকল