১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


মিথুনের রেকর্ড

মিথুনকে টেস্ট ক্যাপ পরিয়ে দিচ্ছেন আকরাম খান - ছবি : সংগ্রহ

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে বড় ফরম্যাটে যাত্রা শুরু হলো ডান-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের। ফলে রেকর্ডের পাতায় নিজের নাম তুলেছেন তিনি। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট অভিষেকের রেকর্ড।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৮টি ম্যাচ খেলেছেন মিথুন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট অভিষেকের রেকর্ড এখানেই গড়েছেন মিথুন। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ নাজিমুদ্দিনের। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল নাজিমুদ্দিনের।

এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন আরিফুল হক। সিলেটের অভিষেক ম্যাচে টেস্ট অভিষেক ঘটে আরিফুলের। টেস্ট অভিষেকের আগে ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি।


আরো সংবাদ



premium cement