১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


জামান-সরফরাজের পর আসল রকস্টার

জামান-সরফরাজের পর আসল রকস্টার - ছবি : সংগৃহীত

আবু ধাবি টেস্টের প্রথম দিনই হতাশা সঙ্গী হলো পাকিস্তানের ওপেনার হিসেবে অভিষেক ম্যাচ খেলতে নামা ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই নাভার্স-নাইন্টিতে আউট হন দু’জনেই। ব্যক্তিগত ৯৪ রানেই ফিরেন জামান ও সরফরাজ। এ জুটির বড় স্কোরের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। দিন শেষে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। ২ উইকেটে ২০ রান তুলেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে ২৬২ রানে পিছিয়ে সফরকারীরা। আর তা করেছেন আসল রকস্টার। তিনি হলেন মোহাম্মদ আব্বাস। তার দুই উইকেটের জামান-সরফরাজের কষ্ট অনেকটাই কমে গেছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। ৪ রান করে ফিরেন ওপেনার মোহাম্মদ হাফিজ। এরপর উইকেটে গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিন নম্বরে নামা আজহার আলী। ১৫ রান করেন তিনি।
আজহারকে হারানোর পর পাকিস্তানের মিডল-অর্ডার দুমড়ে মুচড়ে যায়। ১১ বল, ১০ মিনিট ও শূন্য রানের ব্যবধানে ৩ উইকেট হারায় পাকিস্তান। হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম শূন্য হাতে ফিরেন। তিনজনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিও। ফলে ৫৭ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

ঘুর্ণিঝড়ের মত হঠাৎ আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে সামনের দিকে টেনে তোলেন জামান ও সরফরাজ। উইকেটের সাথে সন্ধি করে ফেলেন তারা। ফলে এই জুটির কল্যাণে ২ শ' রানের কোটা স্পর্শ করে পাকিস্তান। দলকে ২ শ’ রানে পৌঁছে দিতে গিয়ে সেঞ্চুরি দ্বারপ্রান্তে পৌঁছে যান জামান। কিন্তু ৯৪ রানে থেমে যান তিনি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে নাভার্স-নাইন্টিতে ফিরলেন জামান। ১৯৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান জামান। জুটিতে সরফরাজের সাথে ১৪৭ রান যোগ করেন জামান।

জামানের মতো হতাশ হয়েছেন সরফরাজও। প্রতিপক্ষ লেগ-স্পিনার মার্নাস লাবুসচাগনেকে ছক্কা হাকাঁতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হলে ৭টি চারে ১২৯ বলে ৯৪ রানের ইনিংসটি থেমে যায় সরফরাজের। শেষদিকে ইয়াসির শাহ’র ২৮ ও মোহাম্মদ আব্বাসের ১০ রানের সুবাদে ২৮২ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান। অস্ট্রেলিয়ার লিঁও ৪টি ও লাবুসচাগনে ৩টি উইকেট নেন।

পাকিস্তানকে গুটিয়ে দেয়ার পর দিনের শেষ ভাগে ৭ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। এই ৭ ওভারে দিন শেষে অস্ট্রেলিয়ার মুখে হাসি রাখতে পারেনি। কারন ২০ রান উঠতেই ২ উইকেট খুইয়ে বসেছে অসিরা। ওপেনার উসমান খাজা ৩ ও পিটার সিডল ৪ রান করে ফিরেন। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার ২টি উইকেটই নিয়েছেন পাকিস্তানের আব্বাস।
সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২৮২/১০, ৮১ ওভার (জামান ৯৪, সরফরাজ ৯৪, লিও ৪/৭৮)।
অস্ট্রেলিয়া : ২০/২, ৭ ওভার (ফিঞ্চ ১৩, সিডল ৪, আব্বাস ২/৯)।

 


আরো সংবাদ



premium cement
কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি ভিন্নভাবে গাজা যুদ্ধের প্রতিবাদ জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই কোহলির পাকিস্তান সফরের আগ্রহে মুগ্ধ আফ্রিদি আশুগঞ্জে ৬৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২, মাইক্রোবাস জব্দ মোস্তাফিজকে মিস করে যা বললেন প্লে-অফে উঠতে ব্যর্থ চেন্নাইয়ের অধিনায়ক উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন মৌসুম শেষে সেভিয়া ছাড়ছেন কোচ কিকে সানচেজ ৪২ বছর পর স্বজনদের সাথে সাক্ষাতের মাধ্যমে জানতে পারলেন তিনি মুসলিম, অতঃপর...! নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত

সকল