১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ট্রেন্টব্রিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত

হার্দিক পান্ডেয়া ৬ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন - সংগৃহীত

প্রথম দুই টেস্টে শোচনীয় পরাজয়ের পর ট্রেন্টব্রিজ টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩২৯ রানের লিড নেয় তারা। এরপর হার্দিক পান্ডেয়ার বোলিং তাণ্ডবে ইংলিশদের ১৬১ রানে অলআউট করে নিয়ন্ত্রণ নেয় কোহলি অ্যান্ড কোং। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৪ রান। ফলে ২৯২ রানের বিশাল লিড নিয়েছে ভারত। হাতে এখনো আছে ৮ উইকেট।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ৬০ রানের জুটি গড়ে ওপেনিং জুটি লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ১১তম ওভারে বেন স্টোকসের বলে ৩৬ রানে সাজঘরে ফিরেন রাহুল। দীর্ঘ বিরতির পর আদিল রশিদের বলে ফিরে যান ধাওয়ান। ৬৩ বলে ছয় বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি।

দ্বিতীয় দিন শেষে ৩৩ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পুজারা। আর ৮ রান নিয়ে অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে হার্দিক পান্ডেয়া ৬ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।


আরো সংবাদ



premium cement